ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৫ আগষ্ট, ২০২০ ১৯:০২  
ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গণভবন থেকে এই সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সভা শেষে সংবাদিকদের পরিকল্পনামন্ত্রী বলেন, অনলাইনে আয়কারীরা অনেক ভালো আছেন। অনেকে আবার মাসে কয়েক লাখ টাকা আয় করেন। কিন্তু বিয়ের সময় নিজের পরিচয় তুলে ধরতে পারেন না। এসব ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ফ্রিল্যান্সাররা কোনও সংস্থা থেকে রেজিস্ট্রেশন পেতে পারে কিনা, কোনও সংগঠনের সদস্য হতে পারে কিনা বা তাদের কেউ সার্টিফিকেট দিতে পারে কিনা এসব বিষয় নিয়েও ভাবার পরামর্শ  দিয়েছেন। পাশাপাশি অনলাইনে আয়কারী ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন। সভায় স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।